KIFF 2024: সিনেমা দেখার হুজুগ! নন্দনে বাজেয়াপ্ত পঞ্চাশেরও বেশি ভুয়ো কার্ড...

Mon, 09 Dec 2024-10:15 pm,

সৌমিতা মুখোপাধ্যায়: নন্দনে ভুয়ো কার্ডের রমরমা। ৩০তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভুয়ো কার্ড নিয়ে সিনেমা দেখতে হাজির একাধিক দর্শক। 

প্রায় ৫০ টির বেশি কার্ড বাজেয়াপ্ত চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষের। ভুয়ো ডেলিগেট বা গেস্ট কার্ড নিয়ে  হলের ভিতরে প্রবেশের চেষ্টা। 

প্রবেশের সময় নিরাপত্তা রক্ষীদের  চোখে পড়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। কালার ফটো কপি কিংবা গত বছরের পুরনো কার্ড নিয়ে সিনেমা হলে প্রবেশের চেষ্টা করেন বেশ কিছু দর্শক। ধরার পর তাদের দাবি, সাইবার ক্যাফে থেকে ডুপ্লিকেট কার্ড বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। 

সালকিয়া এবং যাদবপুরের দুটি সাইবার ক্যাফেকে আপাতত চিহ্নিত করা গিয়েছে। চলচ্চিত্র উৎসব কমিটির দাবি, এবছর  যথাযথ ডেলিগেট এবং গেস্ট কার্ড বিতরণ করা হয়েছে। যা একেবারেই বিনামূল্যে বিতরণ করা হয়েছে। তারপরেও ঘুরপথে এই ভুয়ো কার্ড  কীভাবে বানানো হল তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। 

নন্দন অধিকর্তা শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায় জানান, 'ফিল্ম ফেস্টিভ্যালে যেখানে বিনামূল্যে সিনেমা দেখার ব্যবস্থা রয়েছে, সেখানে টাকা খরচ করে ভুয়ো কার্ড বানানো দুর্ভাগ্যজনক'।

৪ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর অবধি চলবে  ৩০তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। 'বাংলার মাটিতে বিশ্বের ছবি' এই থিমেই মূলত সেজে উঠেছে নন্দন-সহ অন্যান্য ভেন্যু। এবারের উৎসবের থিম সং-এর ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং গানের কথা লিখেছেন ও গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। এইবছরের ফোকাস দেশ ফ্রান্স। বিশেষত ফ্রেঞ্চ মহিলা ফ্লিমমেকারদের প্রাধান্য দেওয়া হবে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link