Tokyo Olympic 2020: অনিশ্চয়তার মাঝেই জাপানে অলিম্পিক মশাল দেখতে ভিড় জমাচ্ছেন জনতা
বিশ্বজুড়ে করোনাভাইরাস আতঙ্কের কারণে টোকিও অলিম্পিক কি নির্ধারিত সময়ে শুরু হবে, নাকি পিছিয়ে যাবে? অনিশ্চয়তা বাড়ছে।
করোনা আতঙ্ক আর অনিশ্চয়তার মাঝেই কিছুটা নিঃশব্দেই গ্রিসের হাত থেকে অলিম্পিক মশাল এসে পৌঁছেছে জাপানে।
করোনা আতঙ্কে উদ্বিগ্ন বিশ্ব। উদ্বেগ বাড়ছে অ্যাথলিটদের। কিন্তু অলিম্পিক মশাল দেখতে ভিড় জমিয়েছেন জাপানের মানুষজন।
জাপানের রাজধানী টোকিওতে ২৪ জুলাই থেকে অলিম্পিক্স এবং ২৫ জুলাই থেকে প্যারা অলিম্পিক্স শুরু হওয়ার কথা।
করোনাভাইরাসের কারণে থমকে গিয়েছে বিশ্ব। পরিস্থিতি যা তাতে করোনা আতঙ্কের মাঝে মনে করা হচ্ছে, এবছর গ্রেটেস্ট শো অন আর্থ অর্থাৎ অলিম্পিক বাতিল হয়ে যাবার সম্ভাবনাই বেশি।