২০১৮ সালের দামি সেলেব তালিকায় শীর্ষে বিরাট, প্রথম দশে আর কে কে?
ভারতের সবচেয়ে দামি সেলেব্রিটি কে? ডাফ ও ফেলপস নামে একটি আর্থিক উপদেষ্টা সংস্থার রিপোর্ট অনুযায়ী, দেশের মূল্যবান সেলেবদের তালিকায় শীর্ষে বিরাট কোহলি। ২০১৮ সালের নভেম্বর পর্যন্ত ২৪টি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত ভারত অধিনায়ক। তারপরেই আছেন রণবীর সিংয়ের ঘরণী দীপিকা পাডুকোন।
২০১৮ সালে বিরাট কোহলির ব্র্যান্ডভ্যালু ১৮ শতাংশ বেড়ে হয়েছে ১৭০.৯ মিলিয়ন মার্কিন ডলার। ২৪টি পণ্যের বিপণনের সঙ্গে যুক্ত কিং কোহলি।
দীপিকা পাডুকোনের ব্র্যান্ডভ্যালু ১০২.৫ মিলিয়ন মার্কিন ডলার। ২১টি ব্র্যান্ডের সঙ্গেব যুক্ত রণবীরের ঘরণী।
প্রতিবছরই গড়পড়তা তিনটে ছবি করেন অক্ষয় কুমার। খানদের ছবি ফ্লপ করলেও খিলাড়ি কুমার দাপিয়ে বেড়াচ্ছেন। তাঁর ব্র্যান্ড ভ্যালু ৬৭.৩ মিলিয়ন মার্কিন ডলার।
৬৩ মিলিয়ন মার্কিন ডলারের ব্র্যান্ড মূল্য নিয়ে চতুর্থ স্থানে রণবীর সিং।
শাহরুখ খানের বাজারদর পড়তির দিকে। তাঁর ব্র্যান্ডভ্যালু ৬০.৭ মিলিয়ন মার্কিন ডলার।
৫৫.৮ মিলিয়ন মার্কিন ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে ষষ্ঠ স্থানে সলমন খান।
নতুনদের সঙ্গে প্রথম দশে রয়েছেন অমিতাভ বচ্চনও। তাঁর ব্র্যান্ড ভ্যালু ৪১.২ মিলিয়ন মার্কিন ডলার।
বয়স কম হলেও বলিউডে নিজের ছাপ ফেলেছেন আলিয়া ভাট। তাঁর ব্র্যান্ড ভ্যালু ৩৬.৫ মিলিয়ন মার্কিন ডলার।
১০টি পণ্যের বিপণনদূত বরুণ ধবন। তাঁর ব্র্যান্ড ভ্যালু ৩১.৬ মিলিয়ন ডলার।
হৃতিক রোশনের ব্র্যান্ড ভ্যালু পড়তির দিকে। ৩১ মিলিয়ন মার্কিন ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে দশম স্থানে বলিউডের গ্রিক গড।