নিমতলায় করোনায় মৃত প্রৌঢ়ের দেহ সৎকার করেছিলেন মা-ছেলে, পেলেন `পুরস্কার` চেক
দেবারতি ঘোষ : করোনায় আক্রান্ত হয়ে দমদমের প্রৌঢ়ের মৃত্যুর পর তাঁর দেহ সৎকার নিয়ে হুলস্থূল বেঁধে গিয়েছিল নিমতলা শ্মশানে।
সংক্রমণের ভয়ে দেহ সৎকারে বাধা দেন স্থানীয়রা। পুলিসের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধও বাঁধে। দেহ সৎকার করতে চায়নি কোনও ডোমও।
অবশেষে সেদিন দেহ সৎকার করেন মিনা দেবী মল্লিক ও মন্টু মল্লিক। বুধবা তাঁদের পুরস্কৃত করল কলকাতা পুরসভার স্বাস্থ্য দফতর।
দুজনের হাতেই ৫০০০ টাকা করে চেক তুলে দেওয়া হয়। চেক তুলে দেন নিমতলা শ্মশানের ভারপ্রাপ্ত আধিকারিক বাসুদেব মুখোপাধ্যায়।
দমদমের বাসিন্দা ওই প্রৌঢ়ের মৃত্যুর পর বিধিনিষেধ মেনে তাঁর দেহ দ্রুত সৎকারের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। কিন্তু গন্ডগোলের জেরে সৎকার সম্পন্ন হতে রাত হয়ে যায়।