২১ বছর মাতৃহারা বিশ্ব! মাদারের ছায়ায় আজও শান্তি খুঁজছে মানুষ
বর্তমান ম্যাসিডোনিয়ার রাজধানী স্কোপজেতে জন্মেছিলেন মাদার টেরেসা।
১৯৯২ সালে মাদার টেরেসার আত্মজীবনী প্রকাশ পায়।
১৯৫০ সালে মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠা করেন মাদার।
২১ বছর হয়ে গেল তিনি নেই। আজও যেন তাঁর আঁচল খুঁজে চলেছে মানুষ।
মাদার টেরেসার মৃত্যুদিনে টুইট করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
১৯৭৯ সালে বিশ্ব শান্তির জন্য নোবেল পুরস্কার পান মাদার।
১৯৯৭ সালে এই দিনে মারা গিয়ছিলেন মাদার টেরেসা।
তাঁর মৃত্যুর বহু বছর পর ২০১২ সালে রাষ্ট্র সংঘ ৫ সেপ্টেম্বর দিনটাকে ইন্টারন্যাশনাল ডে অফ চ্যারিটি ডে হিসাবে স্বীকৃতি দেয়।
বিশ্ব শান্তির প্রতিষ্ঠায় আজও যেন একজন মাদারের বড় অভাব।