গঙ্গায় ৬ দিনের কন্যাসন্তান ভাসাতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন মা-বাবা
বিশেষ শারীরিক সক্ষম কন্যাসন্তান হওয়ায় গঙ্গার জলে ভাসিয়ে দিতে যাচ্ছিলেন মা। স্থানীয়দের উদ্যোগে উদ্ধার হল ফুটফুটে শিশুকন্যাটি।
বিশেষ শারীরিক সক্ষম কন্যা হওয়ায় তাকে জলে ভাসিয়ে হত্যার পরিকল্পনা নিয়েছিল পরিবার। সেইমতো মায়ের সঙ্গে গিয়েছিলেন দাদু, দিদিমা, বাবা ও পিসি। এমন অমানবিক ঘটনা ঘটেছে কাটোয়ার হরিসভা পাড়া ঘাটে।
গঙ্গার পারে বসবাসকারী বাসিন্দারা বিষয়টি দেখে পেলেন। ওই শিশুকন্যাকে উদ্ধার করেন তাঁকে।
মা, বাবা, দাদু, দিদিমা ও পিসিকে আটকে রেখে খবর দেওয়া হয় পুলিসে। শিশুকন্যাকে কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
অভিযুক্তদের বাড়ি কাটোয়া থানা এলাকার মোস্তফাপুর গ্রামে।
মোস্তফাপুর গ্রামের বাসিন্দা পারমিতা হালদার কাটোয়া মহকুমা হাসপাতালে এক কন্যাসন্তানের জন্ম দেন। শনিবার সকালে হাসপাতাল থেকে ছাড় পান তিনি। স্বামী শান্তু হালদার, দিদিমা সরস্বতী হালদার, দিদিমা, দাদু বিশ্বনাথ হালদার ও পিসির সঙ্গে ৬ দিনের শিশু কন্যাকে নিয়ে হাজির হন ঘাটে হন পারমিতা।
জেরায় অভিযোগ স্বীকার করে পারমিতা বলেন, ''ওই মেয়ে নিয়ে আমরা কী করবো? তাই নদীতে ফেলে দিয়েছি''।