ফিল্মফেয়ারে লাল গাউনে হাজির মৌনি রায়, নয়া রূপে বাঙালি-কন্যাকে দেখুন
ফিল্মফেয়ার স্টাইল অ্যান্ড গ্ল্যামার অ্যাওয়ার্ডে লাল গাউন পরে হাজির হন মৌনি রায়। টকটকে লাল পোশাক পরেই ফিল্মফেয়ারের রেড কার্পেটে য়খন হাজির হন মৌনি, সেই সময় ক্যামেরার ফ্ল্য়াশ বার বার করে পড়তে শুরু করে। অক্ষয় কুমারের সঙ্গে গোল্ড-এ স্ক্রিন শেয়ার করার পর সম্প্রতি মেড ইন চায়নাতেও অভিনয় করেন বাঙালি-কন্যা। এই সিনেমায় রাজকুমার রাওয়ের বিপরীতে অভিনয় করেন মৌনি রায়। সম্প্রতি পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সিনেমা ব্রক্ষ্মাস্ত্রের শ্য়ুটিংও করেন মৌনি। এই সিনেমায় আলিয়া ভাট, রণবীর কাপুর, অমিতাভ বচ্চন, ডিম্পল কাপাডিয়া এবং নাগার্জুনার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন মৌনি। জানা যাচ্ছে, ব্রক্ষ্মাস্ত্রে মূল ভিলেনের চরিত্রে নাকি অভিনয় করছেন মৌনি। যদিও ব্রক্ষ্মাস্ত্রে নিজের চরিত্র সম্পর্কে কোনও মন্তব্য করেননি মৌনি রায়। তবে বি টাউনে যা-ই হোক না কেন, ফিল্মফেয়ার স্টাইল অ্যান্ড গ্ল্যামার অ্যাওয়ার্ডে গ্ল্যামার কুইন হিসেবেই হাজির হন মৌনি রায়। এমনই মন্তব্য় করতে শুরু করে বি টাউনের একাংশ।