`মানুষের জন্য কাজ করতে চান`, বউয়ের গয়না বেচে নিজের অটোকে অ্যাম্বুলেন্স বানালেন অটোচালক
নিজস্ব প্রতিবেদন: মধ্যপ্রদেশের ভোপালের এক অটো চালক এই কোভিড আবহে নিজের অটোকেই বানিয়ে ফেলেছেন অ্যাম্বুলেন্স ৷ মূলত করোনা রোগীদের নিয়ে যাওয়ার জন্যই এটি বানিয়েছেন তিনি। করোনা রোগীদের পৌঁছে দিচ্ছেন বিভিন্ন হাসপাতালে ৷ তাও আবার বিনামূল্যে।
কেন এই সিদ্ধান্ত? ওই অটোচালক জানিয়েছেন, কোভিড আবহে মানুষের অসহায় অবস্থা দেখে তাঁর মন ভালো নেই। তিনি মানুষকে যথা সম্ভব সাহায্য করতে চান। তাই নিজের অটোকেই রাতারাতি অ্যাম্বুলেন্সে পরিণত করেছেন তিনি ৷ এই অটোতে বিনা পয়সায় পরিষেবা দিচ্ছেন তিনি
ভোপালের এই অটো চালকের নাম জাভেদ খান ৷ তিনি জানিয়েছেন স্ত্রীর গয়না বেঁচে এই কাজ করেছেন তিনি ৷
অটোর মধ্যেই রোগীকে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা রেখেছেন ৷ এখনও পর্যন্ত মোট ৯ জন সঙ্কটজনক রোগীকে হাসপাতালে পৌঁছে দিয়েছেন বলে জানিয়েছেন জাভেদ ৷