Durga Puja 2023: নবমীতে বৃষ্টিকে হারিয়ে প্যান্ডেল মানুষের ঢল, ধুনুচি নাচে মাতলেন মিমি
ইতিমধ্যেই কয়েক পশলা বৃষ্টিতে ভিজেছে মহনগর থেকে জেলা। নিম্নচাপ-ঘূর্ণিঝড়ের আশঙ্কা এখন মাথার উপরে ঝুলছে। সেসব মাথায় করেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন মানুষজন।
নবমীর সন্ধেয় মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল। শ্রীভূমি থেকে থেকে ত্রিধারা, সন্তোষ মিত্র স্কোয়ার থেকে মুদিয়ালি বৃষ্টিকে হারিয়ে দিয়েছে মানুষের উত্সাহ।
সন্ধে হতেও মণ্ডপে মণ্ডপে শুরু হয় আরতি। সেই আরতিতে অংশ নিয়েছেন মানুষজন। প্যান্ডেলে ঢুকতে না পেরে বাইরে থেকেই আরতিতে অংশ নিয়েছেন মানুষ জন।
নবমীর পুজোয় একটি অবিচ্ছদ্দ অংশ ধুনুচি নাচ। কসবা রথতলায় তাঁর আবাসনের পুজোয় ধুনুচি নাচলেন সাংসদ মিমি চক্রবর্তী।
স্টারডম ছেড়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে বাঙালির প্রথাগত ধুনুচি নাচে মাতলেন মিমি। সঙ্গে ছিলেন তাঁর মা-ও।