Parnashavarir Shaap: ভাদুড়ি মশাই আসছেন! পরমের `পর্ণশবরীর শাপ` সম্পর্কে বড় আপডেট...
পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় গত বছর ভূত চতুর্দশীর দিন মুক্তি পেয়েছিল হইচই-এ ফোকলোর থ্রিলার 'পর্ণশবরীর শাপ'।
সৌভিক চক্রবর্তীর লেখার জোরে বাংলা সাহিত্যের পাঠকদের কাছে পরিচিতি পান নীরেন্দ্রনাথ ভাদুড়ি ওরফে ভাদুড়ি মশাই।
'ভাদুড়ি মশাই'-এর চরিত্রে ওটিটি- তে পা দেন অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী। এই সিজনে আরও শক্তিশালী ভূমিকায় দেখা যাবে তাঁকে।
আগের সিজনে অভিনয় করে তাক লাগিয়ে দেয় 'মিতুল' ওরফে সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, তাঁকে ঘিরে ছিল মূল গল্প।
জানা যায় যে এই সিরিজের দ্বিতীয় ভাগের শ্য়ুটিংও শেষ হয়েছে ইতিমধ্যে। খুব তাড়াতাড়ি আসতে চলেছে সিজন টু ।
এই সিজনেও দর্শকদের উত্তেজনার যথেষ্ট রসদ থাকছে। কারণ, এবারও পর্দায় দাপাবেন গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু ও অর্ণ মুখোপাধ্যায়।
সিজন টু- তেও থাকছে দারুণ চমক ও গায়ে কাঁটা দেওয়া রহস্য।