বিসিসিআই-এর চুক্তি থেকে কেন বাদ ধোনি! ষড়যন্ত্র দেখছে কংগ্রেস
বিশ্বকাপের পর থেকে আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি এম এস ধোনিকে। সেনার ডিউটি থেকে আসার পর থেকে ছুটির মেজাজেই রয়েছেন ধোনি। এরই মধ্যে ভারতীয় দল একের পর এক সিরিজ খেলে চলেছে। কিন্তু ধোনি কবে ছুটি কাটিয়ে ফিরবেন কেউ জানে না।
ধোনিকে সেন্ট্রাল কনট্রাক্ট থেকে বাদ দিয়েছে বিসিসিআই। তার পর থেকেই অনেকে প্রশ্ন তুলেছেন, ভারতীয় ক্রিকেটে কি এবার ধোনি যুগের সমাপ্তি ঘটবে! যদিও ধোনি নিজে মুখে এখনও অবসর নিয়ে একটা কথাও বলেনি।
কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী শাকিল আহমেদ অবশ্য অভিযোগ করেছেন, ধোনি রাঁচিতে বিজেপির ক্যাম্পেন-এ অংশ নেননি বলেই তাঁকে বিসিসিআই কনট্র্যাক্ট-এ রাখেনি।
বিসিসিআই সচিব জয় শাহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র। শাকিল আহমেদ অভিযোগ তুলেছেন, অমিত শাহের নির্দেশেই জয় বিশ্বজয়ী অধিনায়ককে সেন্ট্রাল কনট্রাক্ট থেকে বাদ দিয়েছেন।
টুইটারে শাকিল আহমেদ লিখেছেন, ''দেশকে বিশ্বকাপ জেতানো এবং একাধিক বড় সাফল্যের মালিক ধোনির চুক্তি শুধু বিজেপিকে সমর্থন না করায় বাতিল করা হয়েছে! যদি এমনটা সত্যি হয়ে থাকে তাহলে এর থেকে লজ্জাজনক আর কিছু হয় না।''