রাঁচিতে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে হাজির মহেন্দ্র সিং ধোনি, দেখুন ছবি
বিশ্বকাপের পর প্রথমে দু মাসের ছুটি নিয়েছিলেন এমএস ধোনি। ক্যারিবিয়ান সফরে যাননি মাহি। আপাতত লম্বা ছুটি নিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজেও খেলেন নি। খেলছেন না এবারের বিজয় হাজারে ট্রফিতেও। সত্যিই কি আর তাঁকে দেশের জার্সিতে দেখা যাবে? তা নিয়েও কোনও স্পষ্ট উত্তর নেই কারোর কাছে। কোটি টাকার এই প্রশ্নের উত্তর খুঁজছে দেশের ক্রিকেটমহল।
মঙ্গলবার সকালেই ইনিংস ও ২০২ রানে রাঁচি টেস্টে জিতে নেয় টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকাকে দেশের মাটিতে ৩-০ ব্যবধানে হারাল কোহলি অ্যান্ড কোম্পানি। দেশের মাটিতে টানা ১১টি সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া।
রাঁচিতে সিরিজ জয়ের দিন সকালে ঝাড়খণ্ডের স্টেডিয়ামে হাজির প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
ম্যাচ শেষে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে হাজির মাহি। টেস্ট অভিষেক হওয়া শাহবাজ নাদিমের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে এমএসডি-কে।
ধোনির সঙ্গে ছবি দিয়ে টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী টুইট করেছেন। তিনি লিখেছেন, "দুরন্ত সিরিজ জয়ের পর কিংবদন্তি ভারতীয়কে নিজের ডেরায় দেখতে পেয়ে বেশ ভালো লাগছে।"