IPL 2019: আরসিবি-র বিরুদ্ধে ম্যাচেই জোড়া রেকর্ড গড়লেন এমএস ধোনি
রবিবার চিন্নাস্বামীতে আরসিবি-র বিরুদ্ধে ৪৮ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলেন মহেন্দ্র সিং ধোনি।টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই ধোনির ব্যক্তিগত সর্বোচ্চ রান।
আইপিএলের ইতিহাসে তিনিই প্রথম ভারতীয় হিসেবে ২০০টি ছক্কার মাইলস্টোন এদিন স্পর্শ করেন।
রবিবার বেঙ্গালুরুর বিরুদ্ধে ৭টি ছক্কা হাঁকান চেন্নাই অধিনায়ক ধোনি। আইপিএলে তাঁর ছক্কার সংখ্যা এখন ২০৩।
আইপিএলে ৩২৩টি ছক্কা মেরে শীর্ষস্থানে রয়েছেন ক্রিস গেইল৷
আইপিএলে ২০৪টি ছয় মেরে তালিকায় দুই নম্বরে এবি ডিভিলিয়ার্স৷
২০৩টি ছক্কা মেরে তালিকায় তিন নম্বরে মহেন্দ্র সিং ধোনি৷
চার নম্বরে রয়েছেন রোহিত শর্মা৷ আইপিএলে তিনি মোট ১৯০টি ছয় মেরেছেন।
তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন সুরেশ রায়না৷ তাঁরও ছয়ের সংখ্যা ১৯০টি।