বিজ্ঞাপন থেকে আসত কোটি কোটি টাকা! কিন্তু হঠাত্ `না` বলে দিলেন ধোনি

Sat, 11 Jul 2020-1:03 pm,

বিজ্ঞাপন থেকে কোটি কোটি টাকা উপার্জন হয় তাঁর। কিন্তু এবার সেই বিজ্ঞাপনকেই না বলে দিলেন এম এস ধোনি। আপাতত তাঁকে কোনোরকম বিজ্ঞাপনে দেখা যাবে না। 

ধোনির বন্ধু তথা ম্যানেজার মিহির দিবাকর জানিয়েছেন, ধোনি আপাতত কোনও ব্র্যান্ড এনডোর্স করবেন না। কোনওরকম সামগ্রী বা প্রসাধনীর বিজ্ঞাপনে তাঁকে দেখা যাবে না।

ক্রিকেট থেকে আপাতত দূরে রয়েছেন ধোনি। লকডাউনের পুরো পর্বটাই তিনি কাটিয়েছেন রাঁচিতে নিজের ফার্ম হাউসে। পরিবারের সঙ্গে হেসে-খেলে দিন কাটাচ্ছেন ধোনি।

কখনও মেয়েকে নিয়ে বাইক চালাচ্ছেন। কখনও আবার চাষবাস করছেন। এভাবেই দিন কাটছে ধোনির। আর পাঁচজন ক্রিকেটারের মতো সোশ্যাল মিডিয়ায় তিনি তত অ্যাক্টিভ থাকেন না। ধোনি থাকেন নিজের মতো।

ভারতীয় দলে ধোনির ফেরার সম্ভাবনা কম। এমনই বলছেন অনেকে। এরই মধ্যে বারবার ধোনির অবসর জল্পনা উঠছে। তবে ধোনি সেসবে কান দিচ্ছেন না। তিনি নিজের মতোই সময় কাটাচ্ছেন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link