অবসর নিয়ে ধোনি কী ভাবছেন? জানালেন এমএসডির ঘনিষ্ঠ বন্ধু
তাঁর অবসর নিয়ে এখন চারপাশে প্রশ্ন উঠছে। গৌতম গম্ভীরের মতো অনেক প্রাক্তন তারকারা চাইছেন, এম এস ধোনি যেন অবিলম্বে অবসর নিয়ে ফেলেন। কিন্তু ধোনির যুক্তি পরিস্কার। তাঁর ক্রিকেটে আসা, লড়াই, অধিনায়ক হিসাবে বিশ্বকাপ জয়, সবই যখন তিনি নিজে নিয়ন্ত্রণ করেছেন, তা হলে তাঁর অবসর কেন অন্য কারও কথামতো হবে! অবসরের সিদ্ধান্ত তিনি নিজে নেবেন। যবে, যখন অবসর নেওয়া প্রয়োজন বলে মনে হবে, তিনি নেবেন।
মহেন্দ্র সিং ধোনি বিশ্বকাপের পরই অবসর নেবেন। এমনই একটা খবর ছড়িয়েছিল। বিশ্বকাপ শেষ হয়েছে। কিন্তু ধোনি এখনও অবসর ঘোষণা করেননি। ফলে তাঁর অবসর প্রসঙ্গ উস্কে উঠছে বারবার। এমন সময় ধোনির ঘনিষ্ঠ বন্ধু আসরে নামলেন।
ধোনির ঘনিষ্ঠ বন্ধু অরুণ পান্ডে বললেন, ''মাহির এখনও অবসর নেওয়ার কোনও পরিকল্পনা নেই। তবে এটা জানার পরও কিছু মানুষ ওর অবসর নিয়ে আলোচনা চালিয়ে যাবেন। এটাই সব থেকে দুর্ভাগ্যজনক।''
ধোনি এর আগে অধিনায়কত্ব ছাড়ার আগে কোনও আগাম ইঙ্গিত দেননি। হঠাত্ করেই ঘোষণা করেছিলেন, জাতীয় দলের নেতৃত্ব ছাড়ছেন। মাহি-ভক্তরা মনে করেন, এবারও সেরকমই হবে। হঠাত্ করেই একদিন ক্রিকেটকে বিদায় বলে বসবেন ধোনি। কোনও আগাম ইঙ্গিত ছাড়া।
রবিবার ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল ঘোষণা করবে জাতীয় নির্বাচক কমিটি। এখন সেই দিকেই তাকিয়ে রয়েছে ক্রিকেটপ্রেমীরা। ৩৮ বছর বয়সী ধোনিকে কি আসন্ন সফরের জন্য দলে রাখা হবে? নাকি কোনও সাহসী পদক্ষেপ নেবেন এম এস কে প্রসাদরা?