IPL 2019: লজ্জার রেকর্ড আফগান স্পিনার মুজিবের
আইপিএলে এক ম্যাচে স্পিনার হিসেবে সবচেয়ে বেশি রান দেওয়ার নজির গড়লেন মুজিব উর রহমান।
সোমবার হায়দরাবাদের বিরুদ্ধে পঞ্জাবের আফগান স্পিনার এই নজির গড়েন।
চার ওভার বল করে ৬৬ রান দেন মুজিব। কোনও উইকেট পাননি তিনি।
আইপিএলের ইতিহাসে এক বোলারের সর্বোচ্চ রান দেওয়ার নিরিখে তিনি যুগ্মভাবে ইশান্ত শর্মার সঙ্গে দ্বিতীয় স্থানে রয়েছেন মুজিব।
আইপিএলের ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি রান খরচ করেছিলেন বাসিল থাম্পি। ২০১৮ সালে বেঙ্গালুরুর বিরুদ্ধে হায়দরাবাদের থাম্পি এই লজ্জার রেকর্ড গড়েন।