সানাই বাজতে চলেছে আম্বানি পরিবারে!
বিয়ে করছেন মুকেশ আম্বানির বড়ছেলে আকাশ আম্বানি! এমনই গুঞ্জন শোনা যাচ্ছে।
জানা যাচ্ছে, এনগেইজমেন্ট হয়ে যাবে এ মাসেই। কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে, বিয়ে হচ্ছে ঠিকই। তবে বিয়ে বা বাকদানের কোনও দিন ঠিক হয়নি।
কে হতে চলেছেন মুকেশ আম্বানির ভাবী পুত্রবধূ, তা নিয়ে স্বাভাবিকভাবেই মানুষের কৌতুহল তুঙ্গে। তবে এই বিয়ের ব্যাপারে প্রকাশ্যে কোনও কিছু স্বীকার করেনি আম্বানি ও মেহেতা পরিবার।
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাত্রী শ্লোক মেহতা, আকাশের সঙ্গে একই স্কুলে পড়তেন।
ধীরুভাই আম্বানির স্কুলে আকাশের সঙ্গে পড়তেন শ্লোক। বিশিষ্ট হিরে কোম্পানি রোজি ব্লু ডায়মন্ডস এর মালিক রাসেল মেহেতার মেয়ে শ্লোক।
শ্লোক মেহেতা আইনে স্নাতকোত্তর পাস করে বর্তমানে বাবার ব্যবসা দেখাশোনা করেন।