প্রধানমন্ত্রী দৃঢ় ও কর্মঠ নেতৃত্বে নতুন ভারতের উত্থান দেখছে বিশ্ব: অম্বানি
নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসায় মুকেশ অম্বানি। বললেন,''প্রধানমন্ত্রী মোদীর আত্মবিশ্বাস ও দৃঢ় মনোভাব দেশকে অনুপ্রাণিত করেছে।''
দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। আরবিআই-র অভ্যন্তরীণ রিপোর্টেও আভাস, দেশ মন্দার পথে। তবে অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে মনে করেন মুকেশ অম্বানি। পণ্ডিত দীনদয়াল পেট্রোলিয়াম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তেমনটাই শোনা গেল তাঁর মুখে।
মুকেশ অম্বানি বলেন,''আমি নিশ্চিত, প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সাহসী সংস্কার হয়েছে, তা দেশের অর্থনীতির দ্রুত পুনরুদ্ধারে সহায়ক হবে।''
অম্বানি আরও বলেন, ''প্রধানমন্ত্রীর দৃঢ় ও কর্মঠ নেতৃত্বের জন্য গোটা বিশ্ব নতুন ভারতের উত্থান দেখছে। তাঁর আত্মবিশ্বাস ও অদম্য মনোভাব দেশকে অনুপ্রাণিত করছে।''
প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত-এর প্রসঙ্গে অম্বানি বলেন,''গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীনই এই দূরদৃষ্টি তাঁর ছিল।''