পর পর ৮ বার ধনী ভারতীয়দের তালিকার শীর্ষস্থানে মুকেশ অম্বানি

Sudip Dey Thu, 26 Sep 2019-4:06 pm,

‘আইআইএফএল ওয়েলথ হুরুন ইন্ডিয়া রিচ’-এর তালিকা অনুযায়ী ধনী ভারতীয়দের তালিকায় এ বছরও শীর্ষস্থানে রইলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ অম্বানি।

এই নিয়ে পর পর ৮ বার ধনী ভারতীয়দের তালিকার শীর্ষস্থান নিজের দখলে রাখলেন মুকেশ অম্বানি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩ লক্ষ ৮০ হাজার ৭০০ কোটি টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন এস পি হিন্দুজা ও পরিবার (লন্ডন)। হিন্দুজার মোট সম্পত্তির পরিমাণ ১ লক্ষ ৮৬ হাজার ৫০০ কোটি টাকা।

এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন উইপ্রো-এর প্রতিষ্ঠাতা আজিম প্রেমজি। আজিম প্রেমজির মোট সম্পত্তির পরিমাণ ১ লক্ষ ১৭ হাজার ১০০ কোটি টাকা।

ধনী ভারতীয়দের তালিকার চতুর্থ স্থানে রয়েছেন এল এন মিত্তল। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১ লক্ষ ৭ হাজার ৩০০ কোটি টাকা।

এই তালিকার পঞ্চম স্থানে রয়েছেন গৌতম আদানি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৯৪ হাজার ৫০০ কোটি টাকা।

ধনী ভারতীয়দের তালিকার ষষ্ঠ স্থানে রয়েছেন উদয় কোটাক। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৯৪ হাজার ১০০ কোটি টাকা।

তালিকার সপ্তম স্থানে রয়েছেন সাইরাস এস পুনাওয়ালা। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৮৮ হাজার ৮০০ কোটি টাকা।

এই তালিকার অষ্টম স্থানে রয়েছেন সাইরাস মিস্ত্রি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৭৬ হাজার ৮০০ কোটি টাকা।

ধনী ভারতীয়দের তালিকার নবম স্থানে রয়েছেন শাপুর পালোনজি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৭৬ হাজার ৮০০ কোটি টাকা।

এই তালিকার দশম স্থানে রয়েছেন দিলীপ সাঙ্ঘভি। দিলীপ সাঙ্ঘভির মোট সম্পত্তির পরিমাণ ৭১ হাজার ৫০০ কোটি টাকা।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link