গঙ্গার ভাঙনে মালদার মানচিত্র থেকে মুছে যেতে চলেছে একাধিক গ্রাম!
গত একমাসে মালদার কালিয়াচক ৩নং ব্লকের চিনা বাজারে পাঁচবার গঙ্গার ভাঙন। মানচিত্র থেকে মুছে যেতে চলেছে একাধিক গ্রাম।
সোমবার নতুন করে আবার ভাঙন শুরু হয়। চিনাবাজারের পাশাপাশি নতুন করে গঙ্গার ভাঙনের কবলে পড়েছে বালুগাঁও এবং ভীমা গ্রাম। চিনাবাজার, দুর্গারামনগর, মুন্নাটোলা সহ প্রায় ১১টি গ্রামের বাসিন্দারা দিশেহারা।
গঙ্গার ভাঙনে গত এক মাসে ১১টি গ্রামের কয়েকশো বিঘা জমি গঙ্গায় বিলীন হয়ে গেছে। প্রায় ৩০০টির বেশি বাড়ি নদীগর্ভে তলিয়ে গিয়েছে। পরিকল্পনার অভাবে ভাঙন রোধ করা যাচ্ছে না বলে স্থানীয়দের অভিযোগ।
মালদার কালিয়াচক ৩নং ব্লকের এই ভয়াবহতার জন্য কেন্দ্র এবং ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষকে দায়ী করছে জেলা পরিষদ।
ইতিমধ্যে গঙ্গার ভাঙনে গৃহহীন ৬৪টি পরিবারকে সোমবার জেলা পরিষদ থেকে জমির পাট্টা দিয়েছে।