পাণ্ডিয়ার জন্য আসরে নামল আইপিএল ফ্র্যাঞ্চাইজি, বিসিসিআই-এর দ্বারস্থ মুম্বই

Suman Majumder Mon, 21 Jan 2019-5:22 pm,

কফি উইথ করণ-শোতে মহিলাদের নিয়ে আপত্তিকর মন্তব্য় করায় বেজায় সমস্যায় পড়েছেন হার্দিক পাণ্ডিয়া। বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত শেষ হওয়ার আগে পর্যন্ত নির্বাসনে থাকতে হবে তাঁকে। 

গত সপ্তাহে বোর্ডের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স-এর পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল, পাণ্ডিয়ার ঘটনায় তদন্তের জন্য যেন নিরপেক্ষ কাউকে নিয়ােগ করা হয়। ফলে তদন্তে আরও অনেকটা সময় লাগার কথা। পাণ্ডিয়ার আইপিএল ভবিষ্যত্ কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। 

আইপিএলে মুম্বইয়ের ক্রিকেটার পাণ্ডিয়া। কিছুদিন আগে মুম্বই ফ্র্যাঞ্চাইজির কাছে পাণ্ডিয়াকে দলে না নেওয়ার গণ-আবেদন করেছিলেন সমর্থকরা। এর পর অবশ্য মুম্বইয়ের তরফে কোনো বিবৃতি দেওয়া হয়নি। 

এখন জানা যাচ্ছে, বিসিসিআইয়ের দ্বারস্থ হয়েছে মুম্বই। বোর্ডের কাছে পাণ্ডিয়া-মামলার দ্রুত নিষ্পত্তির আর্জি জানিয়েছে তারা। যাতে আসন্ন আইপিএলে পাণ্ডিয়াকে খেলাতে পারে তারা। তবে এই ব্য়াপারে বোর্ডের অবস্থান কী, তা এখনও জানা যায়নি। 

মুম্বই ফ্র্যাঞ্চাইজির তরফে অবশ্য এমন ঘটনা অস্বীকার করা হয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রি-র সিইও সুন্দর রমন জানিয়েছেন, তাঁরা এমন কোনও আবেদন বোর্ডের কাছে করেননি। তবে বোর্ড সূত্রে অন্য খবর। 

আইপিএলের সঙ্গে সঙ্গে পাণ্ডিয়ার বিশ্বকাপ ভবিষ্যতও অনিশ্চিত হয়ে পড়েছে। বোর্ডের তদন্ত প্রক্রিয়া দীর্ঘ হলে পাণ্ডিয়া ও কে এল রাহুলকে হয়তো লম্বা সময়ের জন্য মাঠের বাইরে বসে থাকতে হবে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link