Murti Tourism: অপরূপ মূর্তির পর্যটন পরিকাঠামোর সংস্কার জরুরি; হল বৈঠক

Soumitra Sen Tue, 05 Apr 2022-4:09 pm,

পশ্চিম ডুয়ার্সের এক অন্যতম পর্যটন কেন্দ্র মূর্তি। মূর্তির অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের টানে দেশ বিদেশের বহু পর্যটক আসেন মূর্তিতে। দিনের পর দিন মূর্তিতে পর্যটকসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সেইভাবে মূর্তির উন্নয়ন হয়নি।

এবার মূর্তির উন্নয়নের জন্য প্রশাসনিক বৈঠক করল মালবাজার মহকুমার মেটেলি ব্লক প্রশাসন। মেটেলির বিডিও বিপ্লব বিশ্বাসের ডাকে বিডিও অফিসের কনফারেন্স হলে ওই বৈঠক হয়।

 

দিনের পর দিন মূর্তিতে পর্যটকদের সংখ্যা বাড়লেও এখনও সেখানে বহু সমস্যা রয়েছে। মূর্তিতে আধুনিক শৌচালয় নেই, নেই পানীয় জলের ব্যবস্থা, নেই যথাযথ গাড়ি পার্কিং ব্যবস্থা। মূর্তির দীর্ঘদিনের সমস্যা হল বেহাল রাস্তা। মূর্তি নদীর ধারে মাঝেমধ্যেই পাওয়া যায় প্লাস্টিক, মদের বোতল। এদিন যাবতীয় বিষয়ে বৈঠকে আলোচনা হয়। মেটেলির বিডিও বিপ্লব বিশ্বাস বলেন, মূর্তির উন্নয়নের জন্য এদিন বেশ কিছু আলোচনা করা হয়েছে। রাস্তা, শৌচালয়, পানীয় জল,আলোর ব্যবস্থা-সহ নানা বিষয়ে কাজ করা হবে। মূর্তির সৌন্দর্য ও পরিবেশকে রক্ষা করার দায়িত্ব সকলের। সকলকে মিলিতভাবে কাজ করতে হবে।

পরিবেশপ্রেমী মানবেন্দ্র দে সরকার বলেন, আমরাও চাই মূর্তির উন্নয়ন হোক। তবে বন্যপ্রাণী ও পরিবেশের যাতে কোনো ক্ষতি না হয় সেই বিষয়টি দেখা জরুরি। সেটা যাতে দেখা হয়, সেই কথাই আমরা বলেছি। 

রিসর্ট মালিকদের সংগঠন 'গরুমারা ট্যুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে'র সভাপতি তজমল হক বলেন, রোজ বহু পর্যটক মূর্তিতে আসেন। মূর্তির উন্নয়ন হলে এলাকার পর্যটন ব্যবসারও উন্নতি হবে। আমরাও চাই মূর্তির উন্নয়ন হোক। 

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মেটেলি থানার আই সি নিলাম সঞ্জীব কুজুর, মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি বিক্রম রুনডা, মাটিয়ালি বাতাবাড়ি ২ নং  পঞ্চায়েতে প্রধান শেলি বেগম, গরুমারা নর্থ রেঞ্জের রেঞ্জার অয়ন চক্রবর্তী, মূর্তি জিপসি ওনার্স অ্যাসোসিয়েশনে'র মজিদুল আলম প্রমুখ।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link