অপরাজিত দ্বিশতরানে রেকর্ড গড়লেন মুশফিকুর

Sukhendu Sarkar Tue, 13 Nov 2018-9:14 am,

# মীরপুরে জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুশো রানের ম্যারাথন ইনিংস খেলেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম৷

# ৪২১ বলে অপরাজিত ২১৯ রান করেন মুশফিকুর। ১৮টি চার ও একটি ছয়ে সাজানো তাঁর ইনিংস।

# বাংলাদেশের হয়ে টেস্টে এক ইনিংসে সর্বাধিক রানের রেকর্ড এখন মুশফিকুরের দখলে। টপকে গেলেন সাকিব আল হাসানের ২১৭ রানের ইনিংসকে।

 

# টেস্টে ক্রিকেটে উইকেটকিপার ব্যাটসম্যানদের মধ্যে মুশফিকুর প্রথম যিনি কেরিয়ারে দুটি দ্বিশতরান করলেন৷ এর আগে ২০১৩ সালে শ্রীলঙ্কার গলে ২০০ রান করেছিলেন তিনি।

# উইকেটকিপারদের মধ্যে টেস্টে এক ইনিংসে সর্বাধিক রানের রেকর্ড জিম্বাবোয়ের অ্যান্ডি ফ্লাওয়ারের দখলে৷ ২০০০ সালে ভারতের বিরুদ্ধে নাগপুরে ২৩২ রানে অপরাজিত ছিলেন তিনি৷ ঢাকায় এদিন ইনিংস ডিক্লেয়ার না করলে ফ্লাওয়ারকে টপকে যাওয়ার সুযোগ ছিল মুশফিকুরের সামনে৷

# উইকেটকিপারদের মধ্যে সর্বোচ্চ রানের তালিকায় চার নম্বরে রয়েছেন মুশফিকুর৷ তাঁর আগে আছেন অ্যান্ডি ফ্লাওয়ার(অপরাজিত ২৩২), কুমার সাঙ্গাকারা (২৩০), মহেন্দ্র সিং ধোনি (২২৪)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link