হিজাব ছাড়; নইলে চাকরি ছাড়তে হবে, মহিলা কর্মীকে নির্দেশ পাক তথ্যপ্রযুক্তি কোম্পানির
দুনিয়ার বিভিন্ন দেশে এখন হিজাব নিষিদ্ধ। নিরাপত্তার কারণে ডেনমার্ক, বেলজিয়ামে নিষিদ্ধ করা হয়েছে হিজাব। তবে এবার সে রকমই এক ফরমান জারি করল পাকিস্তানের একটি কোম্পানি।
পাকিস্তানের একটি তথ্যপ্রযুক্তি কোম্পানি তার এক মহিলা কর্মীকে জানিয়ে দেয়, হিজাব ছাড় নয়তো চাকরি ছাড়তে হবে। মুসলিম অধ্যুষিত পাকিস্তানের মতো দেশে এমন এক ফরমানে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।
তথ্য প্রযুক্তি কোম্পানিটির ওই নির্দেশিকায় তোলপাড় পাক সোশ্যাল মিডিয়া। শোরগোলের জেরে ইস্তফা পর্যন্ত দিতে হয়েছে ক্রিয়েটিভ ক্যাওয়স নামে ওই কোম্পানির চিফ একজিকিউটিভ অফিসার জাওয়াদ কাদিরকে।
ওই মহিলা কর্মীকে জানিয়ে দেওয়া হয়, অফিসে হিজাব ছাড়তে হবে। হিজাব পরার ফলে কোম্পানির কাজের পরিবেশ নষ্ট হচ্ছে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কাজের জায়গায় বৈষম্যের কারণে জাওয়াদ কাদিরকে সরে যেতে বলা হয়েছে।
অন্যদিকে কাদির কোম্পানির বোর্ড মেম্বারদের কাছে ই-মেইল পাঠিয়ে জানিয়েছে, সীমা লঙ্ঘন করেছিলাম। এর জন্য আমি দুঃখিত।