বিশ্বের যে কোনও প্রান্তের মুসলিমরা এলে দেশ কীভাবে চলবে? নাগরিকত্ব দেওয়া সম্ভব নয় বললেন অমিত শাহ
এ দেশে মুসলিম নাগরিকদের চিন্তার কোনও কারণ নেই। তাঁরা এ দেশের নাগরিক ছিলেন এবং থাকবেন। রাজ্যসভায় দ্বর্থ্যহীন ভাষায় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
নাগরিকত্ব সংশোধনী বিল শুধুমাত্র পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশের প্রতারিত ধর্মীয় সংখ্যালঘুদের জন্য।
যার মধ্যে হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, পার্সি ধর্মাম্বলী মানুষেরা রয়েছেন। কিন্তু মুসলিমরা নন।
এ দিন রাজ্যসভায় অমিত শাহ বলেন, বিশ্বের যে কোনও প্রান্তের মুসলিমরা এলে, তাঁদের নাগরিকত্ব দেওয়া সম্ভব নয়। এ ভাবে দেশ চলতে পারে না।
ওই তিন দেশে ধর্মীয় সংখ্যালঘুরা অত্যাচারিত, প্রতারিত। তাঁদের নাগরিকত্ব মানবিক দিক থেকে দেওয়া হচ্ছে বলে এ দিন দাবি করেন তিনি।
বাংলাদেশ ও পাকিস্তানে ক্রমশ সংখ্যালঘুর হার কমছে। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে অমিত শাহ দাবি করেন, সে সব দেশে সংখ্যালঘুদের কখনও হত্যা কখনও ধর্মান্তরিত করা হয়েছে।
এ দেশে শরণ নিয়েও তাঁদের কোনও উন্নতি হয়নি। এতদিন ধরে নাগরিকের যাবতীয় সুবিধা থেকে বঞ্চিত থেকেছেন তাঁরা।