বারবার প্রস্তাব পেয়েও বায়োপিকে কখনও রাজি হননি গাওয়াস্কার, কেন জানেন?
একাধিক পরিচালক, প্রযোজক, সিনেমা নির্মাতা তাঁর কাছে গিয়েছেন লোভনীয় প্রস্তাব নিয়ে। কিন্তু তিনি একবারও রাজি হননি। সুনীল গাওয়াস্কার বায়োপিকের ব্য়াপারে কখনওই রাজি হননি।
কিন্তু কেন? এম এস ধোনি, মিলখা সিং, মেরি কমদের মতো কিংবন্তিদের বায়োপিক দর্শকরা বেশ পছন্দ করেছেন। তা হলে গাওয়াস্কারের বায়োপিক কেন নয়!
গাওয়াস্কার বলছেন, "আমার বায়োপিক হলে ব্যাপারটা খুব একটা ইন্টারেস্টিং হবে না। কারণ আমার একেবারে রুটিন মেনে চলা সাদামাটা জীবন। বায়োপিক হলে সেটা হয়তো আমার নিজেরই পছন্দ হবে না। তা হলে সেটা দর্শকদের কী করে ভাল লাগবে!"
গাওয়াস্কার আরও বললেন, "আমাকে একাধিক সিনেমা নির্মাতা বায়োপিকের প্রস্তাব দিয়েছিল। কিন্তু আমি রাজি হইনি।"
১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারতীয় দলকে নিয়ে একটি সিনেমা আসতে চলেছে। সেই সিনেমার পরিচালক ইতিমধ্যে গাওয়াস্কারের সঙ্গে সময় কাটিয়েছেন। প্রয়োজনীয় তথ্য গাওয়াস্কারের থেকে নিয়েছেন বলে খবর।