ভালবাসা রয়ে গেল, বাসা ছাড়লেন নবনীতা, শেষ শ্রদ্ধা জানাতে হাজির বিশিষ্টরা

Fri, 08 Nov 2019-1:41 pm,

দীর্ঘদিনধরে ক্যানসারে ভুগছিলেন, বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাহিত্যিক নবনীতা দেবসেন। 

সাহিত্যিক নবনীতা দেবসেনের মৃত্যুর খবর পেয়ে রাত থেকে তাঁর বাড়িতে আসতে শুরু করেন গুণমুগ্ধরা।

শুক্রবার সকালে নবনীতা দেবসেনের কলকাতার বাড়ি 'ভাল-বাসা'র সামনে উপচে পড়ে ভিড়। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। 

নিজের বাড়ি ভাল-বাসা ছেড়ে চলে গেলেন নবনীতা, তবে তাঁর প্রতি মানুষের ভালোবাসা রয়েই গেল। 

১৯৭৫ থেকে ২০০২ সাল পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যের অধ্যাপনা করেছেন, নবনীতা দেবসেনের দেহ নিয়ে যাওয়া হয় যাদবপুরেও, সেখানেও তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে সামিল হন বহু মানুষ। 

প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে গান গেয়ে শেষ শ্রদ্ধা জানানো হয় লেখিকাকে।

মা নবনীতাকে শেষবার দেখতে হাজির বড়মেয়ে অন্তরা সেন।

মা নবনীতাকে শেষবার দেখতে হাজির মেয়ে নন্দনা সেন।

নবনীতা দেব সেনকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির অভিনেত্রী বিদিপ্তা চক্রবর্তী। 

নবনীতা দেব সেনকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির রাজ্যপাল জগদীপ ধনখড়। 

নবনীতাকে শেষবার দেখতে হাজির কবি শঙ্খ ঘোষ। 

তাঁর প্রতি মানুষের ভালবাসা রয়ে গেল, তবে ভাল-বাসা ছাড়লেন নবনীতা দেব সেন। 

নবনীতা দেব সেনকে শেষবার দেখতে শুক্রবার তাঁর ভাল-বাসা সামনে উপচে পড়ে অগণিত গুণমুগ্ধ ভিড়।

নবনীতাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির শঙ্খ ঘোষ।

নবনীতাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির সুব্রত মুখোপাধ্যায়।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link