নৈশভোজে `মাধুরী স্পেশাল` পানেই ঠোঁট রাঙাবেন ট্রাম্প, হবে মিষ্টিমুখ
জ্যোতির্ময় কর্মকার : বলিউড, ভারতীয় সিনেমা, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের কথা ট্রাম্পের মুখে। মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে সেই মুখেই উঠতে চলেছে মিষ্টি পান।
সেখানেও বলিউডের ছোঁয়া। সূত্রের খবর, মাধুরী স্পেশাল মিঠা পানে মিষ্টিমুখ করবেন মার্কিন প্রেসিডেন্ট।
ভারতীয় সংস্কৃতি মানেই ভূরিভোজের শেষে খুশবুদার মুখমিষ্টি। রাষ্ট্রপতি ভবনে অভ্যাগতদের আপ্যায়নে নর্থ অ্যাভিনিউয়ের পান্ডে পানওয়ালার পান দারুণ হিট।
একটা দুটো নয়, দেড়শো ভ্যারাইটির পান বানান হরিশঙ্কর পান্ডে। চকোলেট, অরেঞ্জ, ম্যাঙ্গো, ব্লুবেরি, বাটার স্কচ, কী নেই!
পান্ডেজির পান খেয়ে ধন্য ধন্য করেছেন বারাক ওবামা। ইন্দিরা গান্ধী থেকে জ্ঞানী জৈল সিং, নরেন্দ্র মোদী থেকে প্রণব মুখোপাধ্যায়। পান্ডেজির পান মুখে ফেলে মজেননি, এমন ভিভিআইপির সংখ্যা গুনে শেষ করা যাবে না।