মর্মান্তিক দৃশ্য! ফসল বাঁচাতে গুলি করে হাতি মারছে আফ্রিকার এই দেশ

Sun, 24 May 2020-4:26 pm,

গত এক মাসে দশটি হাতিকে গুলি করে মারা হয়েছে নামিবিয়ায়। সেখানকার বনবিভাগ জানিয়েছে, চাষীদের ক্ষতির হাত থেকে বাঁচাতেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের। ওই হাতিগুলি ফসলের ব্যাপক ক্ষতি করছিল।

মরশুমের এই সময় জঙ্গল থেকে হাতির দল ক্ষেতে চলে আসে খাবারের খোঁজে। ফলে প্রতি বছরই ফসলের ক্ষতি হয়। নামিবিয়ার পরিবেশ, বন ও পর্যটন মন্ত্রণালয়ের মুখপাত্র রোমিও মুয়ুন্ডা জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলে বহু মানুষকেও প্রাণে মেরেছে হাতির দল।

 

ইতিমধ্যে চাষীদের অনেক টাকায় ফসলের ক্ষতি হয়েছে। তাই মৃত হাতিগুলির দেহ চাষীদের দেওয়া হয়েছে। নামিবিয়ার বনবিভাগের কর্তারা জানিয়েছেন, হাতিগুলি মানুষের জন্য বিপজ্জনক হয়ে উঠেছিল।

গত কয়েক বছরে নামিবিয়ায় হাতির সংখ্যা বেড়েছে ব্যাপক হারে। ১৯৯৫ সালে সেখানে সাড়ে সাত হাজার হাতি ছিল। গত বছর হাতির সংখ্যা দাঁড়িয়েছিল ২৪ হাজার।

যদিও পরিবেশ ও পশুপ্রেমীদের একাধিক সংগঠন নামাবিয়ার এই কাজের নিন্দা করেছে। তাদের বক্তব্য, ফসল বাঁচাতে অন্য পথ অবলম্বন করা উচিত ছিল। কোনওভাবেই হাতিদের মেরে ফেলাটা সমস্যার সমাধান নয়।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link