Kiff 2022: শুরু ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সেজে উঠেছে নন্দন চত্বর
নিজস্ব প্রতিবেদন: করোনা অতিমারির প্রকোপ অতিক্রম করে অবশেষে সোমবার শুরু হল ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
চলচ্চিত্র উৎসবে প্রতিবারের ন্যায় এবারও সেজে উঠেছে নন্দন চত্বর।
সোমবার নজরুল মঞ্চে চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বলিউডের সুপারস্টার ও সদ্য তৃণমূলের টিকিটে জিতে আসা আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা(Shatrughan Sinha)।
৭ দিন ব্যাপী ১০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ৪১ টি দেশের ১৬০টি ছবি। এবছরের ফোকাস কান্ট্রি ফিনল্যান্ড।
এবছর চলচ্চিত্র উৎসবে সেলিব্রেট করা হচ্ছে সত্যজিতের শতবর্ষ। তাঁর ছবির পোস্টার জুড়ে তৈরি করা হয়েছে সত্যজিৎ ওয়াল।
ভূতের রাজা যেমন হাজির হয়েছে নন্দনে সেরকমই এই প্রজন্মের সঙ্গে তাল মিলিয়ে রয়েছে অ্যাভেঞ্জার্স।