Nandan: সত্যজিতের হাতে এই ২ সেপ্টেম্বরই দ্বারোদ্ঘাটন হয়েছিল `নন্দন`-এর
১৯৮৫ সালের ২ সেপ্টেম্বর চলচ্চিত্রকার সত্যজিৎ রায় ভারতের অনন্য চলচ্চিত্রকেন্দ্র 'নন্দন' উদ্বোধন করেন। পশ্চিমবঙ্গের চলচ্চিত্র শিল্পের বিকাশ ও সাধারণ মানুষের মধ্যে চলচ্চিত্র-সচেতনতা বৃদ্ধির উদ্দ্যেশ্যেই এই প্রেক্ষাগৃহের ভাবনা।
নন্দনের অধুনা বহু-চর্চিত প্রতীকচিহ্নটি অঙ্কন করেছিলেন সত্যজিত্-ই।
সত্যজিত্ ছাড়াও সেদিন নন্দন-ভবনের উদ্বোধনে হাজির ছিলে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতিবসু, নন্দন প্রতিষ্ঠার পিছনে যাঁর অবদান অনস্বীকার্য, ছিলেন মৃণাল সেন।
নন্দন কোনও দিনই নিছক এক প্রেক্ষাগৃহ নয়। নন্দন একটা সাংস্কৃতিক পরিবেশ, বাঙালি সংস্কৃতির উদযাপনের ক্ষেত্রে কলকাতার অন্যতম প্রধান সংস্কৃতিকেন্দ্র নন্দন বরাবরই অনন্য।
নন্দন ভবনটি আদতে রবীন্দ্রসদন সাংস্কৃতিক প্রাঙ্গণের একটি অংশ। ইদানীং অবশ্য আর সে শুধু 'অংশ'ই নয়, তার নিজস্ব অস্তিত্ব প্রতিষ্ঠিত। এ হেন নন্দনের মূল ভবনে রয়েছে তিনটি প্রেক্ষাগৃহ– নন্দন-১, নন্দন-২, নন্দন-৩। এছাড়া নন্দন-৪ অডিটোরিয়ামটি ব্যবহৃত হয় সেমিনার ও সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্যে।