Bagdogra Airport: বাংলা পাচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর! শিলান্যাস করতে রবিবার রাজ্যে প্রধানমন্ত্রী?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল: বাগডোগরাকে আন্তর্জাতিক বিমানবন্দর করার পরিকল্পনা। ৭০,৩৯০ স্কোয়ার মিটারের নতুন টার্মিনাল করা হবে।
দার্জিলিং-য়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা শনিবার এ কথা জানান সংবাদ মাধ্যমে। জানান, পর্যটনেও ব্যাপক উন্নয়ন করা হবে।
দীর্ঘদিন ধরে এই বিমানবন্দরকে আন্তর্জাতিক করে তোলার দাবি ছিল। কিন্তু ছোট টার্মিনাল হওয়ায় সেটা সম্প্রসারণ করা প্রয়োজন ছিল।
অবশেষে সম্পূর্ণ হল সেই কাজ। নতুন টার্মিনালের পাশপাশি আধুনিকরণও করা হয়েছে বিমানবন্দরটিকে।
কলকাতার নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরের পর রাজ্যের দ্বিতীয় বিমানবন্দর হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি মেলা শুধু সময়ের অপেক্ষায়।
রবিবার বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনালের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তিনি রাজ্যে আসছেন না।
সুত্র মারফত জানা গিয়েছে, বারাণসী থেকে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ভার্চুয়ালি এই কাজের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী।
তবে শিলান্যাস উপলক্ষে শিলিগুড়ির কাওয়াখালি ময়দানে একটি বিশাল মঞ্চের তৈরি করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন বিজেপির সাংসদ এবং বিধায়করা। বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।