মোদীর মেকআপ শিল্পীর মাসে বেতন ১৫ লক্ষ! আসল সত্যিটা কী?
ফেসবুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভাইরাল ছবিকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। জনৈক আদিত্য চতুর্বেদী ফেসবুকে পোস্টে মোদীর ছবি দিয়ে দাবি করেছিলেন, মাসে ১৫ লক্ষ টাকা মাইনে দিয়ে মেকআপ আর্টিস্ট রেখেছেন প্রধানমন্ত্রী।
পোস্টটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী চশমা খুলে বসে রয়েছেন। পাশে দাঁড়িয়ে রয়েছেন ওই মহিলা।
তবে এই ছবিটি ভুয়ো নয়, বরং একেবারে খাঁটি সত্যি। তবে কারণটা আলাদা!
মাদাম তুসোয় রয়েছে নরেন্দ্র মোদীর মোমের মূর্তি। ওই মূর্তি তৈরির জন্য প্রধানমন্ত্রীর বাসভবনে এসেছিলেন বিশেষজ্ঞরা।
প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানো এই মহিলা মেকআপ করছেন না, বরং মোদীর মুখাবয়ব পর্যবেক্ষণ করছিলেন।
ছবিতে যে প্রসাধনীর কিট মহিলার হাতে রয়েছে, তা খুঁতিয়ে দেখলেই স্পষ্ট হবে, ওটায় রয়েছে মাদাম তুসো মিউজিয়ামের লোগো।
এবার দেখে নিন মাদাম তুসোর মিউজিয়ামে মোদীর মোমের মূর্তি।