গেরুয়া পাগড়িতে লালকেল্লায় মোদী, ৪ বছরে নানা রঙের পাগড়ির অর্থ জানেন?
২০১৯ সালে লোকসভা ভোটের আগে স্বাধীনতা দিবসে এটাই মোদীর পঞ্চম তথা শেষ ভাষণ। পরেরবছর লালকেল্লায় তাঁকে ফের দেখা যাবে কিনা, তা বলবে সময়। গত চারবছরে স্বাধীনতা দিবসের ভাষণে বিভিন্ন রঙের পাগড়ি পরেছেন নরেন্দ্র মোদী। এদিনও তাঁকে দেখা গিয়েছে গেরুয়া সাফা বা পাগড়িতে। প্রত্যেকবার বিভিন্ন ধরনের পাগড়ির রঙের অর্থ কী? কী বলছেন মনস্তত্ত্ববিদরা?
২০১৮ সালে মোদী এলেন গেরুয়া সাফায়। পাগড়ির পিছনের অংশ লাল। অনেকেই বলছেন, ২০১৯ সালের নির্বাচনের আগে নরম হিন্দুত্বের পথে হাঁটার ইঙ্গিত দিলেন মোদী। একইসঙ্গে এদিন দুটি বড় ঘোষণাও করেছেন। ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা ও ২০২২ সালের আগে মহাকাশে মানব পাঠানোর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
২০১৭ সালে মোদীর সাফার রং অন্যান্য বছরের তুলনায় অনেকটাই ফিকে। নোটবন্দি ও জিএসটির সমালোচনায় বিদ্ধ তিনি। তার প্রভাব পড়েছে তাঁর ফিকে সাফা বা পাগড়িতে। স্বাধীনতা দিবসের ভাষণে নোট বাতিল ও জিএসটির নিয়ে সাফাই দিয়েছিলেন প্রধানমন্ত্রী।
২০১৬ সালে লাল, হলুদ ও গোলাপির মিশ্রিত সাফা পরেছিলেন মোদী। দুবছর সরকার চালানোর পর মোদীর তখন বলার মতো একাধিক প্রকল্প। বালোচিস্তানের প্রসঙ্গ তুলে মোদী চমকে দিয়েছিলেন পড়শি পাকিস্তানকে।
২০১৫ সালে হলুদের উরে লাল, সবুজের চেক কাটা সাফা বা পাগড়ি বেঁধেছিলেন প্রধানমন্ত্রী। সরকারের একবছর পূর্তির পর আত্মবিশ্বাসী নরেন্দ্র মোদী। সেজন্য বেছে নিয়েছিলেন এই পাগড়ি। ভাষণে কেন্দ্র ও রাজ্য সহযোগিতামূলক সম্পর্কের উপরে জোর দিয়েছিলেন।
২০১৪ সালে অচ্ছে দিনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদী। প্রথমবার পরেছিলেন যোধপুরী লাল সাফা। রংবেরঙের এই সাফা প্রথম বছর প্রধানমন্ত্রীর উত্সাহকে প্রতিফলিত করেছিল। তখন তাঁর ভাষণজুড়ে ছিল, আমি বহিরাগত।