Super Earth: ব্রহ্মাণ্ডে খোঁজ মিলল আরেক পৃথিবীর! `সুপার আর্থ` ঘিরে হই চই...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহাবিশ্বে খোঁজ মিলল আরও এক 'পৃথিবী'র! নাসা খুঁজে পেল এক 'সুপার আর্থ'!
১৩৭ আলোকবর্ষে দূরে অবস্থিত এই 'সুপার আর্থ'। যে 'সুপার আর্থ' বাসযোগ্য হওয়ার সম্ভাবনা রয়েছে।
নাসা জানিয়েছে, এই 'সুপার আর্থ'-এর নাম দেওয়া হয়েছে TOI-715। পৃথিবীর থেকে মাত্র দেড় গুণ বড় এই 'অন্য পৃথিবী'!
এই 'সুপার আর্থ'-এর কক্ষপথ বেশ অনেকটাই ছোট। সম্পূর্ণ কক্ষপথ মাত্র ১৯ দিনে একবার প্রদক্ষিণ করে এই 'সুপার আর্থ'।
নাসার মতে, এই 'অন্য পৃথিবী'র পৃষ্ঠে তরল আকারে জল পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা।
নতুন খুঁজে পাওয়া এই গ্রহকে 'ওয়াটার ওয়ার্ল্ড' বলা যায় কিনা, তা জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে পরীক্ষা করে দেখছে নাসা।
এই 'সুপার আর্থ' লাল রঙের একটি বামন নক্ষত্রকে প্রদক্ষিণ করে। সূর্যের তুলনায় সেটি আকারে অনেক-ই ছোট ও ঠান্ডা।