নিজের চোখে হাজার হাজার গ্রহ চিনিয়ে চিরঘুমে গেল কেপলার টেলিস্কোপ

Wed, 31 Oct 2018-2:27 pm,

সৌরমণ্ডলের বাইরে গ্রহের খোঁজ করার জন্য তৈরি কেপলার টেলিস্কোপকে বাতিল ঘোষণা করল নাসা। প্রায় সাড়ে ৯ বছর কয়েক হাজার নতুন গ্রহ আবিষ্কারের পর অবসরে পাঠানো হল কেপলার টেলিস্কোপকে। 

কী এই কেপলার টেলিস্কোপ?

গত কয়েক বছরে সৌরমণ্ডলের মতো যত গ্রহ আবিষ্কার হয়েছে তার অধিকাংশই এই কেপলার টেলিস্কোপের দৌলতে। পৃথিবীর বাইরে গভীর মহাকাশে মানুষের বিকল্প বসত খুঁজতে প্রায় ১০ বছর ধরে অপলকে চেয়ে ছিল নাসার এই দূরবীণ। 

এখনো পর্যন্ত সৌরমণ্ডলের বাইরে যে ৩,৮০০ গ্রহ আবিষ্কার হয়েছে তার মধ্যে ২,৬০০ গ্রহই ধরা পড়েছে কেপলার টেলিস্কোপের চোখে। 

বর্তমানে সূর্য থেকে ১৫.৬ কোটি কিলোমিটার দূরে রয়েছে কেপলার টেলিস্কোপ। পরিকল্পনা অনুসারেই পৃথিবী থেকে ক্রমশ দূরে সরছে মহাকাশে মানুষের পাঠানো এই মানমন্দির।

২০১৩ সালে বিকল হয়ে যায় টেলিস্কোপটির দিকনির্ণয়ের যন্ত্র। তার পরও সেটিকে সচল রেখেছিলেন বিজ্ঞানীরা। কিন্তু সম্প্রতি জ্বালানি ফুরিয়ে আসায় সেটিকে বাতিল করার সিদ্ধান্ত নেয় নাসা। 

কেপলার টেলিস্কোপের জায়গায় ভিন দেশি তারার গ্রহদের খুঁজতে আগামী বছরই আরেকটি মানমন্দির মহাকাশে পাঠাবে নাসা।   

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link