Two Airplane-sized Asteroids: ভয়ংকর গতিতে ছুটে আসছে আস্ত এরোপ্লেনের মতো গ্রহাণু ...

Soumitra Sen Tue, 10 Sep 2024-2:36 pm,

তবে আতঙ্ক না থাকলেও তাঁরা বিষয়টি নিয়ে খুব উদ্বিগ্ন ছিলেন একটাই কারণে। তা হল, এরকম সুযোগ তো রোজ-রোজ মেলে না। খুব কাছ থেকে এরকম মহাজাগতিক বস্তু পর্যবেক্ষণের সুযোগ মিলবে, তাই বা কম কী?

এবং এই পর্যবেক্ষণ থেকেই ক্রমশ জানা যায় যে, অগস্ট নয়, গ্রহাণুগুলি সেপ্টেম্বর নাগাদ পৃথিবীর পাশ দিয়ে যাবে!

৯ সেপ্টেম্বর নাগাদ তারা চলেও গেল পৃথিবীর পাশ ঘেঁষে। 

পৃথিবীর পাশ ঘেঁষে গ্রহাণুর চলে যাওয়া সব সময়ই চিন্তা-উদ্রেককারী। তবে, এবার গ্রহাণু থেকে ভয়ের কিছু ছিল না! 

তবে ভয়ের যথেষ্ট কারণ ছিল। কেননা, অ্য়াস্টরয়েডগুলির ভয়াবহ আকার-আকৃতি! ২০২৪ কিউএস (2024 QS) প্রথমটির দৈর্ঘ্য ৮৫ ফুট! প্রায় একটা ছোট এরোপ্লেনের আকার! পৃথিবী থেকে ২১ লক্ষ ৫০ হাজার কিমি দূর দিয়ে গেল সে!

২০২৪ কিউএস (2024 QS) দ্বিতীয়টির দৈর্ঘ্য ১৩০ ফুট! এটি গেল পৃথিবী থেকে ২ লক্ষ ৮৯ হাজার কিমি দূর দিয়ে! তবে, ভয় না থাকলেও, সুযোগ আছে। বিজ্ঞানীরা সেই সুযোগকে কাজে লাগান। তাঁরা বিভিন্ন মহাজাগতিক বস্তু, যা-যা পৃথিবীর কাছ দিয়ে যায়, তার ছবি তুলে রাখেন, তা নিয়ে গবেষণা করেন। আর তা, আমাদের জ্যোতির্বিদ্যাকে আরও সংহত ও সমৃদ্ধ করে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link