National Mathematics Day: রামানুজনের জন্মদিবসেই জাতীয় গণিত দিবস, জেনে নিন প্রাচীন ইতিহাস...
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ছোট থেকেই পড়াশোনায় ভয়ের জায়গা মানেই অঙ্ক। তবে আজ অঙ্ককে ভয় পাওয়ার দিন নয়, আজ অঙ্ক সম্পর্কে জানার দিন।
আগামীকাল জাতীয় অঙ্ক দিবস। তাই তাঁর আগে জেনে নিন অঙ্ক কীভাবে সাহায্য করছে প্রতিদিনের জীবনে।
অঙ্ক যেরকম ভয়ের জায়গা সেরকমই অঙ্ক বেশ অনেকের কাছেই ভালবাসারও জায়গা। প্রতিবছর এই দিনটি উদযাপন করা হয়, অঙ্ক শেখার গুরুত্ব নিয়ে মানুষের মনে সচেতনতা বাড়ানোর জন্য।
আমাদের রোজকার জীবনেও কীভাবে অঙ্ক কাজে লাগছে তা বোঝার জন্যও এই দিন উদযাপন করা হয়। জানবেন, কৌশল জানলে সহজেই করতে পারবেন কঠিন সব অঙ্ক।
আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত, মহাবীর, দ্বিতীয় ভাস্কর, রামানুজনের মতো গণিতজ্ঞদের জন্য গণিত আজ অন্য মাত্রায় গেছে।
প্রতিবছর ডিসেম্বরের ২২ তারিখ ভারতে জাতীয় গণিত দিবস উদযাপন করা হয়। কারণ এই দিনেই শ্রীনিবাস রামানুজনের জন্মদিবস। ভারতের বিভিন্ন স্কুল, কলেজ গুলিতেও এই দিন উদযাপন করা হয়।
তাই এই দিনে সারা বিশ্বের গণিত প্রেমী মানুষরা শ্রীনিবাস রামানুজনকে, গণিতে তাঁর অনুদানের জন্য শ্রদ্ধাজ্ঞাপন করেন। তাই আগামীকাল গণিতের গুরুত্ব বুঝুন এবং শ্রীনিবাস রামানুজনকে শ্রদ্ধা জানান।