National Sports Day: ভারতের ইয়ং ব্রিগেড, যাঁরা অলিম্পিক্সে একাধিক পদক জিততে পারেন

Sun, 29 Aug 2021-2:35 pm,

আজ অর্থাৎ ২৯ অগাস্ট হকির জাদুকর ধ্যানচাঁদের ১১৬ তম জন্মবার্ষিকী। ফি-বছর ধ্যানচাঁদের জন্মদিন দেশে ক্রীড়া দিবস হিসেবেই পালিত হয়। এই বিশেষ দিনে ভারতের সেই ৫ তরুণ তুর্কীকে বেছে নেওয়া হলো, যাঁরা ভবিষ্য়তে ভারতকে একাধিক অলিম্পিক্স পদক জেতাতে পারেন।

১৩৩ কোটি ভারতবাসীর মুখে হাসি ফুটিয়েছেন নীরজ চোপড়া। টোকিয়োতে জ্যাভলিন ছুড়ে দেশকে সোনা এনে দিয়েছেন তিনি। অভিনব বিন্দ্রার পর নীরজই দ্বিতীয় ভারতীয় যিনি ব্যক্তিগত দক্ষতায় অলিম্পিক্স থেকে সোনা জিতেছেন। বিন্দ্রা ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে শুটিংয়ে সোনা পান। ১৩ বছর পর ফের কেউ সেই নজির গড়লেন। পানিপথের ২৩ বছরের নীরজের কাছে সুযোগ থাকছে দুই বা তার বেশি অলিম্পিক্স পদক জেতার

টোকিও অলিম্পিক্সে এবার ভারতকে প্রথম পদক এনে দিয়েছেন মীরাবাঈ চানু। ভারোত্তোলনে ৪৯ কেজি বিভাগে রুপো জিতেছেন চানু। ইম্ফলের বছর ছাব্বিশের কন্যা কর্নম মালেশ্বরীর পর ভারতের দ্বিতীয় ভারোত্তোলক হিসেবে অলিম্পিক্সে পদক জিতে ইতিহাস লিখেছেন তিনি। মালেশ্বরী ২০০০ সালে সিডনি অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন ৬৯ কেজি বিভাগে। ২১ বছর পর ভারতকে ভারোত্তোলনে পদক এনে দিয়েছেন চানু। ফলে চানুর কাছেও রয়েছে ফের অলিম্পিক্স পদক জেতার সুযোগ।

টোকিও অলিম্পিক্স থেকে ভারতকে রুপো এনে দিয়েছেন রবি দাহিয়া (Ravi Dahiya)। কুস্তির ফাইনালে ৫৭ কেজি বিভাগে রুশ প্রতিপক্ষ জভুর উগুয়েভের কাছে ৭-৪ হেরেই রবিকে রুপোতে সন্তুষ্ট থাকতে হয়েছে এবার। সোনিপথের রবির বয়সও ২৩। ফলে নীরজের মতো তাঁর কাছে সুযোগ থাকছে আরও অলিম্পিক্স জেতার।

 

টোকিও অলিম্পিক্সের শুটিং ইভেন্টে আশাহত করেছেন মনু ভাকের। ২৫ মিটার পিস্তলের ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন। যুব অলিম্পিক্স, আইএসএসএফ বিশ্বকাপ ও কমনওয়েলথে স্বর্ণ পদক জয়ী মনু। দেশের আন্তর্জাতিক তারকা মনুর বয়স এখন মাত্র ১৯। হরিয়ানার কন্যার কাছে সুযোগ থাকছে অলিম্পিক্সে একাধিক পদক জয়ের।

টোকিও অলিম্পিক্সে ভারতকে পদকের স্বপ্ন দেখিয়ে ছিলেন অদিতি অশোক। এবার হয়তো তাঁকে চতুর্থ স্থানে শেষ করতে হয়েছে ঠিকই, কিন্তু বছর বাইশের দিল্লির মেয়ে দেশেকে গলফে অলিম্পিক্স পদক এনে দিতেই পারেন।অদিতি প্রথম এবং একমাত্র ভারতীয় মহিলা গল্ফার যিনি এশিয়ান ইউথ গেমস (২০১৩), ইউথ অলিম্পিক গেমস (২০১৪) ও এশিয়ান গেমস (২০১৪) ও অলিম্পিক্স (২০১৬ রিও) খেলেন। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link