ঠান্ডা যুদ্ধের পর ন্যাটোর নজিরবিহীন মহড়া

Sat, 03 Nov 2018-7:08 pm,

ঠান্ডা যুদ্ধের পর এই প্রথম বৃহত্তম সামরিক মহড়ার আয়োজন করল ন্যাটো বাহিনী। ছবি- রয়টার্স

নরওয়েতে ৩০ টির বেশি দেশের ৪০ হাজার সেনা অংশগ্রহণ করছে। ছবি- রয়টার্স

জল, স্থল ও অন্তরীক্ষে চোখ ধাঁধাঁনো মহড়া করছে ন্যাটো বাহিনী। ৫০ টি যুদ্ধ বিমান, সাঁজোয়া, ২০টি জাহাজ এবং ৩০০০ বাহিনী অংশগ্রহণ করেছে। ছবি- রয়টার্স

নরওয়ের বোড়ো ট্রিডেন্ট জাঙ্কচার ১৮ মহড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে রয়্যাল কানাডিয়ান এয়ারফোর্স  সিএফ-১৮৮। ছবি- রয়টার্স

আইসল্যান্ডে মার্কিন সেনার ঠান্ডা যুদ্ধের প্রস্তুতি চলছে। ছবি- রয়টার্স

 আইসল্যান্ডে মার্কিন নৌসেনার যুদ্ধ জাহাজ ইউএসএস আইও। ছবি- রয়টার্স

রয়্যাল কানাডিয়ান এয়ার ফোর্স সিএফ ১৮৮-এর দুটি যুদ্ধ বিমান। ছবি- রয়টার্স

 ট্রিডেন্ট জাঙ্কচার ১৮ মহড়ার মার্কিন সেনা  ছবি- রয়টার্স

নরওয়ের ট্রনধেমে চলছে নৌমহড়া। ছবি- রয়টার্স

ন্যাটো সেক্রেটারি জেনেরাল জেনস স্টলেনবার্গ তদারকি করছেন এই মহড়া। ছবি- রয়টার্স

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link