লোকসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না এনডিএ, আভাস জি ২৪ তাসের সমীক্ষার

Sat, 09 Mar 2019-11:56 pm,

লোকসভা ভোটে বৃহত্তম জোট হলেও একক সংখ্যাগরিষ্ঠতার আগে থমকে যেতে হচ্ছে এনডিএ-কে। এমনটাই ইঙ্গিত দিল জি গ্রুপের মরাঠি সংবাদ চ্যানেল জি ২৪ তাস। 

 

৫৪৩ আসনের লোকসভায় কংগ্রেস নেতৃ্ত্বাধীন ইউপিএ জোট পেতে পারে ১৬৫ আসন। বাকি অন্যান্যদের ঝুলিতে যেতে পারে ১১৪টি।   

লোকসভা ভোটের সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার ২৭২টি আসন। কিন্তু সেই সংখ্যায় পৌঁছতে পারছে না বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। তাদের সংগ্রহে ২৬৪টি আসন। অর্থাত্ ৮টি আসন কম। 

মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা জোট জিততে পারে ৪৮টির মধ্যে ৩০টি। উত্তরপ্রদেশে সপা-বসপা জোট হলেও বিজেপির ঝুলিতে আসছে ৫০টি আসন। সপা-বসপা জোটের প্রাপ্তি হতে পারে ২৫টি। ফলে উত্তরপ্রদেশই ধাক্কা দিচ্ছে বিজেপিকে। 

পুলওয়ামা হামলা, তারপর এয়ার স্ট্রাইকের পর জাতীয়তাবাদকে হাতিয়ার করেছে বিজেপি। আর তাতেই ভোট বৈতরণী পার হওয়া সম্ভব বলে মনে করছে দলের শীর্ষ নেতৃত্ব। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link