Neeraj Chopra: অলিম্পিক্সের সেরা দশ Magical Moments-এ নীরজের সোনা জয়

Wed, 11 Aug 2021-6:59 pm,

নিজস্ব প্রতিবেদন: টোকিও অলিম্পিক্সের (Tokyo Olympics) সেরা দশ ম্যাজিকাল মোমেন্টসে জায়গা করে নিল ভারতের হয়ে নীরজের (Neeraj Chopra) সোনা জয় (Gold)। ওয়ার্ল্ড অ্য়াথলেটিক্স (World Athletics) এই তথ্য সম্প্রতি তাঁদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। গত শনিবার অলিম্পিকে ৮৭.৫৮ মিটারের সেরা জ্যাভলিন থ্রোতে ভারতকে সোনার পদক এনে দেন বছর তেইশের নীরজ।

ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের ওয়েবসাইটে অলিম্পিকের ম্যাজিকাল মোমেন্টসের তালিকায় ৬ নম্বরে রয়েছেন ভারতের নীরজ চোপড়া।

 

অলিম্পিকে সোনা জয়ের আগের মুহূর্ত পর্যন্ত মাত্র ১ লক্ষ ৪৩ হাজার ফলোয়ার ছিল নীরজের। কিন্তু দেশের হয়ে সোনা জয়ের পরেই তার আমূল পরিবর্তন। বর্তমানে ৩.২ মিলিয়ন (৩০ লক্ষেরও বেশি) মানুষ নীরজকে ফলো করছেন। যদিও সেই সংখ্যাটা ক্রমবর্ধমান। 

টোকিওয় সোনা জয়ের পর একটি টুইটে নীরজ লেখেন, 'এখনও জয়ের স্বাদ অনুভূত করছি। গোটা ভারত ও তার বাইরে সকলকে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। এই মুহূর্ত আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।'

উল্লেখ্য, টোকিওয় সোনা স্বপ্নপূরণের পর বিদেশ থেকেও শুভেচ্ছাবার্তা আসে নীরজের কাছে। তাঁদের মধ্যে অন্য়তম বর্ষীয়ান জিমন্যাস্ট নাদিয়া কমানেসি। নীরজকে টুইটারে তিনি অভিনন্দন জানিয়েছেন।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link