বিয়ের আগের অনুষ্ঠান শুরু, উদিত-পুত্র আদিত্যর ভালবাসায় মগ্ন নেহা কক্কর!

Fri, 31 Jan 2020-11:47 am,

রিয়েলিটি শোয়ের মঞ্চ থেকেই নাকি আদিত্য নারায়ণের সঙ্গে সম্পর্কের সূত্রপাত নেহা কক্করের 

হিমাংশ কোহলির সঙ্গে বিচ্ছেদর পর নেহা যখন প্রকাশ্যে ভেঙে পড়েন রিয়েলিটি শোয়ের মঞ্চে, তখন নাকি গায়িকাকে বেশ সামলে নিয়েছেন উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণ

এরপর থেকেই আদিত্য নারায়ণের সঙ্গে প্রথমে বন্ধুত্ব, তারপর সম্পর্কে জড়িয়ে পড়েন বলিউডের রিমেক কুইন 

শোনা যাচ্ছে, আগামী ১৪ ফেব্রুয়ারি নাকি আদিত্য নারায়ণের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন নেহা কক্কর। সেই অনুযায়ী দুই পরিবারের মধ্যে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে বলে খবর 

আদিত্যকে জামাই হিসেবে পছন্দ বলে প্রকাশ্যেই দাবি করেছেন নেহার মা, অন্যদিকে নেহা কক্করকেও বউমা হিসেবে বেজায় পছন্দ বলে জানিয়েছেন উদিত নারায়ণ এবং তাঁর স্ত্রী দীপা নারায়ণ 

ফলে রিয়েলিটি শোয়ের মঞ্চে নেহাকে আদর করে বিয়ের উপহারও দিয়েছেন কুমার শানু, যা নিয়ে ইতিমধ্যেই জোর শোরগোল শুরু হয়েছে 

এবার রিয়েলিটি শোয়ের মঞ্চে হাজির হয়ে নেহা কক্কর এবং আদিত্য নারায়ণের বিয়ের আগে অনুষ্ঠান অর্থাত ব্যাচেলরেট পার্টি সেরে ফেললেন কার্তিক আরিয়ান এবং সারা আলি খান। যদিও লভ আজকাল-এর প্রমোশনে হাজির হয়েই নেহা এবং আদিত্যর সঙ্গে চুটিয়ে মজা করেন বলিউডের এই জনপ্রিয় জুটি

১৪ ফেব্রুয়ারি বিয়ের আগে কি তাহলে প্রস্তুতি জোরকদমে শুরু করে দিয়েছেন নেহা কক্কর এবং আদিত্য নারায়ণ, এমন প্রশ্নই উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে 

যদিও নেহা বা আদিত্য কোনও মন্তব্যই করেননি এ বিষয়ে 

তবে ১৪ ফেব্রুয়ারি ভক্তদের জন্য নতুন উপহার অপেক্ষা করছে বলে ইঙ্গিত দেন নেহা কক্কর 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link