দুবাইতে হানিমুনে গিয়ে রোহনকে গাঢ় চুম্বন, পরপর ছবি শেয়ার করলেন নেহা কক্কর
দুবাইতে হানিমুনে গিয়ে ছবি শেয়ার করলেন নেহা কক্কর
দুবাইতে গিয়ে রোহনপ্রীত সিংয়ের সঙ্গে ঠোঁটে ঠোঁট রেখে ছবি শেয়ার করতে দেখা যায় গায়িকাকে
হানিমুনে গিয়ে উচ্ছ্বল নেহা কক্কর নিজেই নিজের সোশ্যাল হ্যান্ডেলে একের পর এক ছবি শেয়ার করেন
বিয়ে এবং রিসেপশনের পর দিল্লি থেকে মুম্বইতে ফিরে সেখান থেকে দুবাইতে পাড়ি দেন নেহা কক্কর এবং রোহনপ্রীত সিং
বিয়ের পর প্রথম দীপাবলিও দুবাইতেই কাটান তাঁরা
দুবাইতে গিয়ে নেহাকে ভালবাসি বলে নতুন করে প্রপোজ করতেও দেখা যায় রেহনপ্রীত সিংকে