`এর আগে কতবার হানিমুনে গিয়েছেন?` মধুচন্দ্রিমার ছবি শেয়ার করে জোরদার আক্রমণের মুখে নেহা কক্কর
২৪ অক্টোবর বিয়ের পর রোহনপ্রীত সিংয়ের সঙ্গে দুবাইতে উড়ে যান নেহা কক্কর। হানিমুনে গিয়ে দুবাইয়ের অন্যতম বিলাসবহুল হোটেলে ওঠেন নেহা-রোহন। আটলান্টিস দ্যা পামে মধুচন্দ্রিমা কাটিয়ে সেখানকার একের পর এক ছবি শেয়ার করেন বলিউডের জনপ্রিয় গায়িকা
নিজদের হানিমুনে ছবি শেয়ার করে, 'বেস্ট হানিমুন' বলে সেখানে ক্যাপশন জুড়ে দেন নেহা কক্কর। গায়িকার ছবি সেই ক্যাপশন দেখে জোরদার সমালোচনা করা হয় তাঁকে নিয়ে
নিজেদের মধুচন্দ্রিমায় 'বেস্ট হানিমুন' কেন বলেছেন নেহা? এর আগে কতবার তিনি হানিমুনে গিয়েছেন বলে অনেকেই তাঁকে আক্রমণ করতে শুরু করেন। যদিও সামাজিক মাধ্যমে আক্রমণের মুখে পড়ে এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি নেহা কক্কর
প্রসঙ্গত দুবাইয়ের আটলান্টিস দ্যা পাম বলে যে হোটেলে নেহা কক্কর এবং রোহনপ্রীত সিং তাঁদের হানিমুন কাটান, সেখানে এক একদিনের ভাড়া কমপক্ষে ৯০ হাজার করেবলে জানা যায়। দুবাইয়ের ওই বিলাসবহুল হোটেল থেকে একাধিক ছবি শেয়ার করেন নেহা কক্কর
রোহনপ্রীত সিংয়ের সঙ্গে বিয়ের আগে হিমাংশ কোহলির সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় নেহা কক্করের। হিমাংশের সঙ্গে বিচ্ছেদের পর মন থেকে ভেঙে পড়েন নেহা। ওই সময় আদিত্য নারায়ণের সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়। তবে আদিত্যর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে যতই গুঞ্জন হো না কেন, উদিত-পুত্র তাঁর বন্ধু ছাড়া অন্য কিছু নন বলে স্পষ্ট জানান গায়িকা