ধর্মনিরপেক্ষ নয়, হিন্দুরাষ্ট্রের দাবিতে সরব নেপালের মুসলিমরা

Fri, 02 Nov 2018-11:04 pm,

ভারতে বিজেপি শাসনে দেশের ধর্মনিরপেক্ষতা শঙ্কায় পড়ছে বলে অভিযোগ করছেন বিরোধী নেতানেত্রীরা। ঠিক উলটো ছবি নেপালে। সেখানে দাবি উঠেছে, 'হিন্দুরাষ্ট্র লাও, নেপাল বাঁচাও'।

পড়শি নেপাল ধর্মনিরপেক্ষতার পরিবর্তে পুনরায় হিন্দু রাষ্ট্রে পরিণত করার দাবি তুলেছেন মুসলিমরা। 

২০০৮ সালে রাজতন্ত্র পতনের পর এখনও সংবিধান তৈরির কাজ সেরে উঠতে পারেনি নেপাল। সংবিধানের প্রস্তাবনায় 'ধর্মনিরপেক্ষ' দেশ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এনিয়ে বিরোধিতা করেছে নেপালের হিন্দু সংগঠনগুলি। এবার মুসলিম নেতারাও ধর্মনিরপেক্ষতার বিরোধিতায় সরব হলেন। 

মুসলিম নেতাদের দাবি, ধর্মনিরপেক্ষ দেশের চেয়ে হিন্দু রাষ্ট্রে বেশি নিরাপদ থাকবেন তাঁরা। 

হিন্দু রাষ্ট্রের দাবি তুলেছেন আমজাদ আলি। তাঁর কথায়, ''আমার ধর্ম ইসলামকে রক্ষা করতে চাই। এজন্যই হিন্দু রাষ্ট্র দরকার''।

রাষ্ট্রবাদী মুসলিম মঞ্চ নেপালগঞ্জের নেতা বাবু পাঠানের কথায়,''ধর্মনিরপেক্ষ নেপালের বিরোধী নেপালি মুসলিমরা। এতে হিন্দু-মুসলিমদের মধ্যে বিভাজন তৈরি হতে পারে। আমরা দীর্ঘদিন একসঙ্গে মিলেমিশে থাকছি এখানে''।  

গৃহযুদ্ধের পর নেপালের হিন্দু রাজতন্ত্রের পতন ঘটে ২০০৮ সালে। তারপর থেকে তারা ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিতি লাভ করে। কিন্তু একদশক কাটতে চললেও সংবিধান তৈরি করে উঠতে পারেননি নেপালের রাজনীতিবিদরা।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link