Alert! ২ দিন বন্ধ থাকবে SBI-এর সমস্ত অনলাইন পরিষেবা
নিজস্ব প্রতিবেদন: স্টেট ব্য়াঙ্ক অফ ইন্ডিয়া (SBI) উপভোক্তা সংখ্যা প্রচুর। বহু মানুষ তাঁর পুঁজিটা নিশ্চিন্তে গচ্ছিত রাখেন এই ব্যাঙ্কে। তবে জানেন কি, SBI লক্ষ লক্ষ গ্রাহকদের জন্য রয়েছে একটি খারাপ খবর।
গোটা ভারতে SBI-এর প্রায় ৪৫ কোটি উপভোক্তা রয়েছে। ব্যাঙ্কটির সুদের হারও বেশ ভাল। সম্প্রতি উপভোক্তাদের জন্য নয়া নোটিস দিয়েছে ব্যাঙ্কটি।
নোটিসে বলা হয়েছে, দু'দিন বন্ধ থাকবে SBI-এর অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা।
জানা গিয়েছে, শনিবার (১১ ডিসেম্বর) এবং রবিবার (১২ ডিসেম্বর) বন্ধ থাকবে অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা।
ইন্টারনেট ব্যাঙ্কিং, YONO, YONO Lite, YONO Business, UPI সমস্ত পরিষেবা বন্ধ থাকবে।
প্রযুক্তিগত কারণে ১১ ডিসেম্বর সকাল সাড়ে ১১টা থেকে ১২ ডিসেম্বর ভোর সাড়ে চারটে পর্যন্ত সমস্ত পরিষেবা বন্ধ থাকবে।