অনলাইনে চলচ্চিত্র উৎসব, ফ্রিতে দেখুন Netflix-র সমস্ত সিনেমা
নিজস্ব প্রতিবেদন: বিনামূল্যে নেটফ্লিক্স! অগণিত সিনেমা দেখুন নিখরচায়। ডিসেম্বরের প্রথম সপ্তাহতেই হাতের মুঠোয় এই সুযোগ।
চলচ্চিত্র উৎসবের আমেজ এবার মুঠোফোনে। ল্যাপটপ কম্পিউটার থেকে স্মার্ট টিভি যেখানে খুশি সিনেমা দেখুন।
অনলাইনেই শুরু হতে চলেছে ফ্লিম ফেস্টিভ্যাল। নাম স্ট্রিমফেস্ট (Streamfest)।
৫ ডিসেম্বর থেকে শুরু চলচ্চিত্র উৎসব। ৬ ডিসেম্বর রাত ১২ টা পর্যন্ত ফ্রি'তে সিনেমার দেখার সুযোগ।
কিন্তু অবশ্যই এই সুযোগ শর্তসাপেক্ষ। যে কোনও অ্যাকাউন্ট থেকে একাধিক ইউজার বিভিন্ন জায়গা থেকে লগইন করে সিনেমা দেখবেন এমনটা হবে না।
এই দুদিন এসডি কোয়ালিটিতে দেখতে পারবেন সিনেমা।
নিখরচায় কীভাবে দেখবেন সিনেমা? অবশ্যই ডাউনলোড করুন Netflix অ্যাপ। অ্যাকাউন্ট খুলুন। নেটফ্লিক্সের ভান্ডার দুদিনের জন্য সাধারণ মানুষের কাছে উন্মুক্ত করা হল বলে জানাচ্ছেন নেটফ্লিক্স ভাইস প্রেসিডেন্ট মনিকা শেরগিল।