Netflix: প্রতিবারের ঝামেলা থেকে মুক্তি, রিচার্জের এই নয়া অপশন আনল নেটফ্লিক্স

Tue, 31 Aug 2021-7:52 pm,

নিজস্ব প্রতিবেদন: নেটফ্লিক্স (Netflix) গ্রাহকদের জন্য সুখবর। এবার নেটফ্লিক্স রিচার্জ হয়ে গেল আরও সহজ। গ্রাহকদের জন্য UPI auto-pay পেমেন্টের সুবিধা নিয়ে এল অ্যাপটি। যার ফলে বারবার করতে হবে না রিচার্জ। 

নেটফ্লিক্স অ্য়ান্ডয়েড অ্যাপ (Netflix Android App) এবং netflix.com-দুই মাধ্যমেই মিলবে এই UPI AutoPay-র সুবিধা। 

প্রথমে নেটফ্লিক্স (Netflix) অ্যাকাউন্টে লগইন করতে হবে। যারা এখনও নেটফ্লিক্সের (Netflix) গ্রাহক নন, তাঁরা ইমেল আইডি ব্যবহার করে নতুন অ্যাকাউন্ট খুলতে পারেন। এরপর পেমেন্ট অপশনের বিলিং ডিটেলস (Billing Details)-এ গিয়ে UPI Auto Pay বেছে নিতে হবে। UPI Auto Pay অপশন বেছে নেওয়ার পর গ্রাহকদের দিতে হবে Paytm বা UPI আইডি। এরপরই সমস্যার সমাধান।

গ্রাহকরা ৪৯৯, ৬৯৯ এবং ৭৯৯ টাকার প্ল্যান বেছে নিতে পারেন। মোবাইল ফোনে যাঁরা নেটফ্লিক্স (Netflix) দেখতে চান তাঁরা ১৯৯ টাকার প্ল্যান বেছে নিতে পারেন। 

এই বিষয়ে নেটফ্লিক্সের (Netflix) India Head of Payments গুঞ্জন প্রধান বলেন, "আমরা গ্রাহকদের সম্পূর্ণ স্বাধীনতা দিতে চাই। আমাদের আশা UPI Auto Pay অপশনে গ্রাহকরা লাভবান হবেন।" 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link