প্যাক-আপের সময়, সোশ্যালে চর্চায় মদনের পোস্ট

Sun, 29 Nov 2020-1:23 pm,

নিজস্ব প্রতিবেদন: মদন মিত্রকে রাজ্য-রাজনীতিতে খুব রঙিন চরিত্র বলেই মনে করা হয়। তাঁর ফেসবুক পোস্টও সে কথারই সাক্ষ্য দেয়। এ বারও দিল। 

'citizen madan mitra'-এই হল মদন মিত্রের ফেসবুক পেজ। সেখানে শনিবার রাতের দিকে একটা পোস্ট করেন মদন। লিখেছেন মাত্র তিনটি শব্দ-- 'প্যাক-আপের সময়'! এই লেখাটি লেখার সময় পর্যন্ত পোস্টটি ৯৫৫ বার শেয়ার হয়েছে, পড়েছে ৭৯৪টি কমেন্ট। সঙ্গে যে ছবিটি মদন পোস্ট করেছেন সেটিও খুব মজাদার। সাদা জামার ওপরে টকটকে লাল জ্যাকেট। হাতে কাচের কাপ। তাতে সম্ভবত র-চা পান করছেন তিনি। যদিও সেটি নিয়েও মজার মন্তব্য আছে।

মোট কথা, মিত্রমশাইয়ের পোস্ট ফেসবুকের দেওয়ালে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই বিষয়টি জমে ক্ষীর হয়ে গেল। কিন্তু এই ক্ষীর-সমুদ্র থেকেই অন্য প্রশ্ন বেরিয়ে আসছে। আপাতদৃষ্টিতে অতি সাধারণ তিনটি শব্দ--'প্যাক-আপের সময়'। কিন্তু এ নিয়েই নেট-পাড়া কী ভীষণ রিয়্যাকটিভ! সেই রিয়্যাকশনের কতরকম অভিমুখ!  রাজনৈতিক-অরাজনৈতিক-স্রেফ খিল্লিজনিত নানা রঙের মন্তব্য সেখানে। কিন্তু কেন? কেন এত দ্রুততা? কেন যে কোনও কিছুতেই নেট-পাড়া এত সক্রিয়? এত তৎপর? একটু কি অগভীরও নয় নেট-পাড়া? চট করে মন্তব্য  করতে গিয়ে সে কি যা বলার নয়, যেভাবে বলার নয়, সেটা সেভাবেই বলে দিচ্ছে না?

কয়েকটি কমেন্ট একটু দেখে নিলেই এটা পরিষ্কার হবে-- 'মুখে গেরুয়া, বুকে লাল', 'মদন মিত্র জিন্দাবাদ', 'অন্তরে গেরুয়া, পরনে লাল/মদন মিত্রের একি হাল?', 'সত্যিই প্যাক আপ হচ্ছে তাহলে?'। আছে সরাসরি প্রশ্নও-- 'আপনিও চললেন?' আছে অনুনয়-- 'দাদা শুভেন্দুবাবুকে আটকান...যেতে দেবেন না'!  

প্রত্যেকটা কমেন্টই ভীষণ ভাবে রাজনৈতিক। ভীষণ বিপজ্জনকও। এক-একটি  কমেন্ট  এক-এক রকম তর্কের জন্ম দিতে পারে। যদিও স্বয়ং মদন চুপ। সে তো চুপ থাকতেই পারেন। কিন্তু মন্তব্যের স্তূপ স্বাভাবিক প্রতিক্রিয়ার সীমা পেরিয়ে আরও দুর্গমে ঢুকে পড়েছে। যে-দুর্গমতা আসলে হালফিলের মানুষের 'ভার্চুয়্যাল এগজিস্টেন্স' এবং তার অন্তঃসারশূন্যতার দিকেই অঙ্গুলি নির্দেশ করছে।

একটা অতি সাধারণ পোস্টকে এই নেটিজেনগণ 'ইস্যু' করে তুলছে। হ্যাঁ, এ কথা ঠিক, সেখানে এমন মন্তব্যও আছে-- 'শিরায় শিরায় রক্ত মদনদার ভক্ত', 'আরে মদনদা যে', বা 'অসাধারণ, ফাটাফাটি'। আছে, 'ওপেন গ্যাংনাম স্টাইল',  'মদন মিত্র জিন্দাবাদ' বা 'দাদা তুমি এগিয়ে চলো'-মার্কা তুলনায় সাদামাঠা কমেন্ট।

কিন্তু সব মিলিয়ে নেট-পাড়াকে এই মদন-ইস্যুতে যদি কারও বেশ খানিকটা অব্যবস্থিতচিত্ত মনে হয়, তাঁকে নিশ্চয়ই দোষ দেওয়া যাবে না!

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link